অপ্রয়োজনীয় প্রিয়জন

আজ নকল হীরায় আত্মহারা যেজন, 

একদিন বুঝবে নিজের করা সবচেয়ে বড় ভুল ,

সেদিন চাইলেও পাবে না ফিরে

তার অতীতের ছুঁড়ে ফেলে দেওয়া অপ্রয়োজনীয় প্রিয়জন। 

.

অতীত শুধুই পুরোনো, 

প্রিয়জনগুলোর প্রয়োজন ফুড়ালে 

নিছক অপ্রয়োজন,

তখন নিয়তির দোহায়, ভাগ্য সহায়, 

আর দোয়া চাই বলে করে সব বিদায়ের আয়োজন।

.

হতাশার মাঝে আশার আলো হয়তো প্রস্ফুটিত

হবে একদিন,

যেদিন থাকবো না আর তোমাদের মাঝে, 

চিরচেনা হাসিমুখে বিদায়ের সকল আয়োজন

হবে ম্লান,

তোমাদের আনন্দ আর উচ্ছ্বাস  সেদিন বোঝাবে 

নতুনের প্রয়োজন। 

.

অভাব হয়তো করবে বোধ কোন একদিন, 

যেদিন ফুরাবে সকল মায়ার বন্ধন,

রয়ে যাবে শুধু মিছে অনুভূতির নিপীড়ন৷

সেদিন হয়তো করবে অনুভব, 

কতটা কাছের ছিল এই অপ্রয়োজনীয়  প্রিয়জন।

.

অনুভূতিতে কভু যেন অভাব না জাগে,

মায়া মমতায় যেন সারাজীবন রাঙে।

আমায় যেন কভু না পড়ে মনে,

এভাবেই যেন কাটে দিন সঙ্গোপনে।

.

নতুনকে নিয়ে লিখো সুখের উপাখ্যান  

এই দোয়াই করে যাবো আমরন। 

কখনো বদ দোয়া শব্দটি হবে না উচ্চারণ, 

জেনো রেখো এই ছিল তোমার অপ্রয়োজনীয় প্রিয়জন।  



রচনাকালঃ ৭/১১/২০২০


 


আপনি যদি এই ব্লগে নতুন হয়ে থাকেন তাহলে আমার বাকি লিখা গুলো পড়ে নিতে পারেন। আর হ্যাঁ অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগলো। আপনার মন্তব্য আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করবে। ধন্যবাদ। 😊



একটি মন্তব্য পোস্ট করুন

3 মন্তব্যসমূহ

  1. প্রাঞ্জলতা পরিপূর্ণ এবং সুন্দরভাবে উপস্থাপন, লেখাটিকে ভিন্ন মাত্রায় নিয়ে গিয়েছে 🙂
    ভালো হয়েছে অনেক ।

    উত্তরমুছুন
  2. ধন্যবাদ বন্ধু। এমন অনুপ্রেরণা আমাকে আরো ভাল লিখতে সাহস যোগাবে। 😊

    উত্তরমুছুন
  3. খুব সাবলীল ভাষায় অনুভুতি গুলো প্রকাশ পেয়েছে। আমার কাছে অসাধারণ লেগেছে। আগামীতে এইরকম সুন্দর সুন্দর কবিতার অপেক্ষায় রইলাম 🤗 দোয়া করি আল্লাহ যেন সফলতার দ্বারপ্রান্তে পৌঁছে দেয়।

    উত্তরমুছুন

If you have any suggestions please let me know. It will be my pleasure to know your opinions. 😊