সময়ের পালাবদল

সময় এর পালাবদলে সম্পর্ক গুলো আস্তে আস্তে পরিবর্তন হয়ে যায়। অনেক বন্ধু হারিয়ে যায় আর অনেকে ডায়রির পাতায় স্মৃতি হয়ে রয়ে যায়। এই দূরত্বের কারণটাও বড়ই নিষ্ঠুর। দুটো মানুষের মাঝে তখনি বন্ধুত্ব হয় যখন তারা প্রায় সব দিক থেকে একই অবস্থানে থাকে। সেটা হতে পারে মেধা,মন মানসিকতা কিংবা অর্থনৈতিক বিচারে।এই মানুষ দুটোর একজন যখন উপরে চলে যায় তখন নিচে থাকা মানুষটির সাথে যোগাযোগ আস্তে আস্তে কমিয়ে দেয়। হয়ত তার আত্মসন্মান বোধ থেকেই কমিয়ে দেয়।

একসময় যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায়। স্মৃতির পাতা থেকেও হয়ত মুছে যায়।সাফল্যের শিখরে থাকা মানুষটি তার সমমানের কাউকে নতুন করে বন্ধু করে নেয়। অসফল মানুষটিও থেমে থাকে না। খালিস্থান পুরন করার জন্যে নতুন কাউকে খুজে নেয়। কিন্তু স্মৃতির পাতায় ঠিক ই আগের সেই বন্ধুটি কে মনে রাখে।এভাবেই চলতে থাকে বন্ধুত্বের চক্র। তবে এই চক্র দারিদ্র্যের দুষ্টু চক্রের মতো নয়। এই চক্রের এক প্রান্ত থাকে ভারি আর অপর প্রান্তে শুধুই হাহাকার।একসময় যাদের সাথে কথা না বলে থাকা যেত না, আজ তাদের সাথে শুধু ই নাম মাত্র যোগাযোগ আছে। হয়ত একসময় মোবাইলের কন্টাক্টস লিস্টেও তাদের নাম থাকবে না।সময় এর সাথে সাথে এভাবেই বন্ধুত্ব ভাংগা গড়ার খেলা চলে। জীবন মানুষকে নতুন কিছু দেয়। আর সেই কিছুকে আঁকড়ে ধরেই মানুষ বেঁচে থাকতে চায়।




আপনি যদি এই ব্লগে নতুন হয়ে থাকেন তাহলে আমার বাকি লিখা গুলো পড়ে নিতে পারেন। আর হ্যাঁ অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগলো। আপনার মন্তব্য আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করবে। ধন্যবাদ। 😊


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ