বন্ধুত্ব আর ভালবাসাই হোক দূরত্ব এবং ইগো জয়ের মূলমন্ত্র

দূরত্ব  এবং ইগো অনেকটা ঘুণ পোকার মত।

একটা সুন্দর সম্পর্ক নষ্ট করার জন্য এই ঘুণ পোকারুপী শব্দ দুইটিই যথেষ্ট। 

.

দূরত্ব তৈরি করে আর যাই হোক সম্পর্ক আগের মত রাখা যায় না। অনেকেই হয়ত মনে করতে পারেন আরে সত্যিকারের বন্ধুত্ব হলে তাতে আবার দূরত্ব কিসের? ১০ বছর পর দেখা হলেও একই সম্পর্ক থাকবে। বাস্তবতা আসলে আমাদের মুদ্রা অপর পিঠ দেখায়। একবার দূরে গিয়ে আবার ফিরে আসলেই বুঝবেন। আজ যেমন আন্তরিকতা আছে। ১০ বছর পর তেমনটা থাকবে না। শুধু মাত্র যোগাযোগ না রাখার কারণে। দূরত্ব আসলে কারো জন্য ভালবাসা বাড়ায় না বরং তাকে ভুলে যেতে শেখায়।

.

আর ইগো? সে তো আরো ভয়াবহ।  রাগ এবং ক্ষোভের মেলবন্ধন হল ইগো। মূলত ইগো থেকেই দূরত্বের সৃষ্টি। অনেক দিনের জমানো রাগ, ক্ষোভ আর অভিমান থেকেই শুরু। প্রথম প্রথম ছোট্ট কোন বিষয় থেকে শুরু হয় এর বিস্তার। আস্তে আস্তে মহামারী আকার ধারণ করে। তৈরি হয় দূরত্ব।  আর সুন্দর সম্পর্ক গুলো হারিয়ে যায় কোন অজানা রুপকথায়।

.

বন্ধুত্ব এবং ভালবাসাই হোক ঘুণ পোকারুপী  দূরত্ব এবং ইগোকে পরাস্থ  করার একমাত্র মাধ্যম। হিংসা-বিদ্বেষ, রাগ-অভিমানে একে অপরের থেকে দূরে থেকে নয়, বরং বন্ধুত্ব আর ভালবাসায় বাঁচুন। নিজে ভাল থাকুন, অন্যকেও ভাল রাখুন।😊




আপনি যদি এই ব্লগে নতুন হয়ে থাকেন তাহলে আমার বাকি লিখা গুলো পড়ে নিতে পারেন। আর হ্যাঁ অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগলো। আপনার মন্তব্য আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করবে। ধন্যবাদ। 😊



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ